পদ্মা সেতু ২০১৮’র অক্টোবরের মধ্যে খুলে দেয়া হবে : মন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১০ জুলাই ২০১৭ , ০৬:১৬ পিএম


পদ্মা সেতু ২০১৮’র অক্টোবরের মধ্যে খুলে দেয়া হবে : মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং তা যান চলাচলের জন্য ২০১৮ সালের অক্টোবরের মধ্যে অবশ্যই খুলে দেয়া হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আজ খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

সরকার ইতোমধ্যে ২১ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ ও মেরামত করেছে উল্লেখ করে তিনি বলেন, একনেক সম্প্রতি ১০টি আঞ্চলিক সড়ক নির্মাণে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা অনুমোদন করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রী পরিবেশ সুরক্ষায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ করার জন্য স্থানীয় সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।

কাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু এবং তাদেরকে কোনো রাজনৈতিক পরিচয়ের মধ্যে না দেখে বিচারের আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ২২টি মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক ও শ্যালোইঞ্জিন চালিত যান চলাচল নিষিদ্ধ করেছি।’ এই নিষেধ উপেক্ষা করে যারা ইজিবাইক চালাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission